Friday , 26 April 2024
শিরোনাম

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) নগরের রীমা কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

এসময় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।

ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আক্তার, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, ভারতীয় সহকারী হাইকমিশনার ডাক্তার রাজীব রঞ্জন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, চট্টগ্রামের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জিএম মাহফুজা আক্তার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল দুলু, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আমির জাফর, নৌ-পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হাফিজুর রহমান, নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান এবং কলিম সরওয়ার, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সহ সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজ সেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেব দুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরী, বিএফইউজে নির্বাহী সদস্য প্রণব বড়ুয়া অর্ণব এবং আজহার মাহমুদ প্রমুখ।

Check Also

থাইল্যান্ডের রাজা-রানীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রানী সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x