Wednesday , 24 April 2024
শিরোনাম

চট্রগ্রামের সাতকানিয়ার খালে অবৈধভাবে বাশের বেড়া ও জাল দিয়ে মাছ ধরার অপচেষ্টা রুখে দিল উপজেলা প্রশাসন

সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি খালে বাঁশের বেড়া এবং জাল দিয়ে স্থিরকৃত স্থাপনা (ফিক্সড ইঞ্জিন) দিয়ে অবৈধভাবে মাছ ধরার কৌশল ধ্বংস করা হয়েছে।আজ (০১ জুন) বুধবার দুপুরে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের প্রবাহমান ইছামতি খালে এ অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
জানাযায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এর দিকনির্দেশনায় উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মার নেতৃত্বে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের প্রবাহমান ইছামতি খালে অবৈধভাবে বাঁশের বেড়া এবং জাল দিয়ে স্থিরকৃত স্থাপনা (ফিক্সড ইঞ্জিন) দিয়ে মাছ ধরার স্থানে সরেজমিন গিয়ে উক্ত বেড়া,জাল ও মেশিন সম্পুর্নভাবে ধ্বংস করে দেন।
এসময় সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,থানা উপ পরিদর্শক সুব্রত দাশ, নুরুল আলম,ইউনিয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নয়ন দেওয়ান এবং লিফ মোস্তাফিজ,আনোয়ার আলমগীর,সাব্বির,জিল্লুর উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা বলেন,মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এর ৩ ধারা অনুযায়ী স্থিরকৃত স্থাপনা( ফিক্সড ইঞ্জিন) দিয়ে প্রবাহমান খাল ও নদীতে মাছ নিধন আইনত নিষিদ্ধ।তাই উক্ত অবৈধ কার্যক্রম ধ্বংস করে দেয়া হয়েছে

Check Also

র‌্যাবের মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x