সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:
চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ(৫ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনসুত্রে জানাযায়, পশ্চিম ঢেমশা পৌরএলাকা ৫নং ওয়ার্ডে রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আরসিসি পিলার ঢালাই করে ওয়াল নির্মাণের কারণে মৃত হাজী আবদুল কাদের এর ছেলে মোঃ জাকারিয়া (৫৫)কে দন্ডবিধি ১৮৬০ এর আইনে ৫০ হাজার টাকা, কেরানীহাট ষ্টেশনে আল-নিশান হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের জন্য হোটেল এর মালিক মো: মানিক (৩৫) কে ১৫ হাজার টাকা, কেরানীহাট বাজারে সয়াবিন তেলের বোতলে ওজন কম পাওয়ায় সুমাইয়া ষ্টোরের মালিক মামুনুর রশিদ (৩২) কে ৫০ হাজার টাকা, মারুফা এন্টারপ্রাইজ এর মালিক রবিউল আলম (২০)কে ২৫ হাজার টাকা, পলাশ ষ্টোর এর মালিক ইমন পাল (২০)কে ২৫ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা।মোট ৫ টি মামলায় ১,৬৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা বলেন,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।