Friday , 29 March 2024
শিরোনাম

চট্রগ্রামের সাতকানিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ আসামী গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র,হত্যা, বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করেছে।গত(৯ জুন)বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
সাতকানিয়া থানা পুলিশসূত্রে জানাযায়,থানার উপ পরিদর্শক মকিবুল হোসেন,সহকারি উপ পরিদর্শক সাখাওয়াত হোসেন,সহকারি উপ পরিদর্শক কাজী সাইফ উদ্দিন মাহমুদ,সহকারি উপ পরিদর্শক
মোঃ নুর নবী বৃহস্পতিবার গভীররাত থেকে ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাজাভুক্ত ও পরোয়ানাভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীরা হল,অস্ত্র আইনের ১৯-ক, বিঃ ট্রাইঃ নং-১০২/০৪ মুলে গ্রেফতারী পরোয়ানাভু্ক্ত আসামী ও উপজেলার এওচিয়ার চুরামনি সিকদার পাড়ার মৃত আবদুস সালামের ছেলে মোকতার(৩৮), ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ও ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) এর গ্রেফতারী পরোয়ানা মুলে আসামী ও এওচিয়া চুড়ামনি এলাকা আবদুল মান্নান ছেলে আবদুল আলীম(৪০),বন আইনের ২৬(১-ক) মুলে ৬ মাসের কারাদন্ড ও ৫০০০টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত আসামী ও পুরানগড় ইউনিয়নের আহমদ হোসেন এর ছেলে মোজাম্মেল(৩৫),৩২৪ পেনাল কোড, জি.আর ৭৯/১৩ মুলে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডে আসামী ও এওচিয়া চুড়ামনি আবাসন প্রকল্প এলাকার আবদুল মান্নান এর ছেলে আবদুল হাকিম(৩৮), সাচি মিয়ার ছেলে আবদুল কাদের(৪০), ধারা-৪২৭/ ৫০৬ পেনাল কোড, নন জি.আর ৪৫/২২ মুলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ও সাতকানিয়া পৌরসভার গোয়াজর পাড়া ৯নং ওয়ার্ড এর আবদুর রাজ্জাক ছেলে মোঃ ফেরদৌস(৩৫),ধারা-৪০৬/৪২০/৫০৬(২) পেনাল কোড মুলে আসামী ও সদর ইউনিয়নের বারদোনা এলাকার মৃত শামসুল হক এর ছেলে মোহাম্মদ মনজুর আলম(৪২)।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ( ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান,গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

রিয়াদে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফারুক আহমেদ চাঁন,মধ্যপ্রাচ্য ইনচার্জ!! রিয়াদে বাথা সামসিয়া মার্কেটে ইনভেস্টার লায়ন ইসমাইল হোসেন অডিটোরিয়াম এ প্রবাসী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x