Thursday , 28 March 2024
শিরোনাম

চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযানে দেশীয় মদসহ এক নারী আটক -১।

চাইথোয়াইমং মারমা রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুলিশ সুপার জনাব,মোঃ আবুল কাশেম চৌধুরী, রাজস্থলী সার্কেল মহোদয়ের প্রত্যক্ষ তত্বাবধানে অফিসার ইনচার্জ, চন্দ্রঘোনা থানা জনাব মোঃইকবাল বাহার ও ইন্সপেক্টর জনাব, ইসতিয়াক আহমেদ নেতৃত্বে এসআই(নিঃ)আজিজ, এএসআই (নিঃ)/ মেসবাহ , এএসআই(নিঃ)/ মোঃ সোহেল ব্যাপারী , এএসআই(নিঃ)/আতিকুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স সহ ২১ তারিখ বিশেষ অভিযান পরিচালনা করিয়া চন্দ্রঘোনা থানাধীন চিৎমরম ইউনিয়নের দূর্গম ফুইট্যাছড়ি এলাকার এক বসত ঘর হতে দেশীয় মদ উদ্ধার করা হয়। তিনি অংক্রাসং মার্মা (৪২)স্বামী-মংসানু মার্মা মাতা- মৃত নাংসুইউ মার্মা সাং- ফুইট্যাছড়ি ১ নং ওয়ার্ড থানা-চন্দ্রঘোনা জেলা – রাংগামাটি। উল্লেখ্য তাহার বসতঘর হইতে ১৩ টি সাদা প্লাস্টিকের কন্টেনারে প্রতিটিতে ১০ লিটার করে ১৩০ লিটার চোলাইমদ অবৈধ ভাবে হেফাজতে বসত ঘরে রেখে বিক্রয় করা উদ্দেশ্য মজুদ রাখা হয়। চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, বিকাল ৫টা ৩০ মিনিট দিকে এলাকায় স্থানীয় কারবারী ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতি তে বসত ঘরে মজুদ রাখা বাংলা মদ সহ এক নারীকে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশের পক্ষে জানান এত সাদা কনটেইনার ১০ টি প্লাস্টিকের ভরা বাংলা মদ কেন কি উদ্দেশ্য মজুদ রাখা হয়েছে এ বিষয়ে আটককৃত নারী সঠিক উক্তর দিতে পারেনি। বিরূদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হচ্ছে। ওসি ইকবাল বাহার চৌধুরী গণমাধ্যম কে জানান, মদ সহ নারী আটক বিরুদ্ধের মাদক দ্রব্য মামলা রুজু করা হয়েছে মামলা নং -২ (২১/১০/২২) চন্দ্রঘোনা থানা। আজ আসামীকে রাঙ্গামাটি কোর্টে বিজ্ঞ আদালতে প্রেরণ করা বলে জানিয়েছেন। সরকার সব সময় মাদক বিরুদ্ধের সোচ্চার ও মাদকের জিরো টলারেন্স ব দ্ব পরিকর ঘোষণা করেন। তাই সকলে মাদককে না বলুন মাদকের বিরুদ্ধের সকলে প্রতিরোধে এগিয়ে আসুন। সারাদেশের মাদকের কারণে যুব সমাজ ধবংস মূখে ঠেলে দিচছে দেখা যাচ্ছে, যুব সমাজে প্রজন্ম সন্তানকে মাদক হাত হতে রক্ষা করুন। কারণ মাদক বন্ধ করা না গেলে অদূর ভবিষ্যৎ যুব সমাজ ধবংসের পথে চলতে থাকবে। চন্দ্রঘোনা ওসি জানান, মাদকের বিরুদ্ধের সব সময় আমরা সোচ্চার এবং অভিযানে মাঠে অব্যহত চলমান থাকবে বলে জানিয়েছেন।

Check Also

নীলফামারী জেলার চিলাহাটিতে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে

জানা গেছে, জেলার চিলাহাটির মুক্তিরহাটে ডাঙ্গাপাড়া পূর্ব ভোগডাবুড়ী বাংলাদেশ রাইফেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x