জেলার কচুয়ায় ৪ হাজার ৭৩০ জন কৃষকের মধ্যে আজ বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চট্টগ্রাম, কুমিল্লা ও চাঁদপুর প্রকল্পের আওতায় কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
জেলা প্রশাসক বলেন, সবজি কিংবা পুষ্টিকর খাবারের চাহিদা মেটাতে প্রত্যেককে আবাদযোগ্য জমি, বসতবাড়ির আঙ্গিনা ও পতিত জমি চাষ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন, ওসি মো. ইব্রাহিম খলিল, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, মুক্তিযোদ্ধা আবদুল মবিন, জাবের মিয়া, আনোয়ার সিকদার প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা,সাংবাদিক,সুধীজন ও বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।