Friday , 19 April 2024
শিরোনাম

চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষকের প্রনোদনার সার ও বীজ বিতরনে অনিয়ম

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ থানাধীন ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে কৃষি বান্ধব কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে প্রনোদনা হিসেবে বীজ, সার বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। সরজমিনে গিয়ে এ প্রতিবেদক জানতে পারেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে গত ১১/১২/২০১২ইং সন্ধ্যা ৭ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের পাটওয়ারী বাজারস্থ খলিলুর রহমান, পিতা ঃ আঃ রহমান, গ্রাম ঃ কামালপুর বেপারী বাড়ী এর টেইলারের দোকানে গিয়ে সরকারের বিতরনকৃত ৫০ কেজির একবস্তা এম ও পি (মিউরেট অব পটাশ) সার পাওয়া যায়। এ ব্যাপারে খলিলকে জিজ্ঞাসা করিলে তিনি জানান। সারগুলো মোঃ আঃ আজিজ, পিতাঃ মৃত আবু বকর, গ্রাম শহিদ শহীদনগর, নোয়াবাড়ী নামীয় ব্যক্তি তার দোকানে রেখে গিয়েছে। এ ব্যাপারে আঃ আজিজের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান ০৫ জনের ছবি ও ভোটার আইডি কার্ড দেখিয়ে নাকি প্রতিজনের ২০ কেজি করে ভাগ করে নিবে বলে আজিজ জানান। সরজমিনে ৫০ কেজির এক বস্তা এম ও পি সার পেয়েছি। আজিজ নাকি রাস্তা খারাপ দেখে সারগুলি বাড়ীতে নিতে পারেন না। তাহলে কালো সার ও বীজ কোথায় জানতে আজিজ সঠিক উত্তর দিতে পারেন নাই । এ ব্যাপারে ঐ এলাকার দায়িত্ব প্রাপ্ত কৃষি কর্মকর্তা আনোয়ারের সাথে কথা হলে তিনি জানান ইউনিয়ন পরিষদে প্রকৃত কৃষকের তালিকা সংগ্রহ করতে গেলে ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন সচিবের সুপারিশে আজিজকে ০৫ জন কৃষকের সার ও বীজ দেওয়া হয়। সবার কাছে আমাদেরতো যাওয়া সম্ভব না। এ ব্যাপারে ঐ এলাকায় গেলে ঐ এলাকার বহু প্রকৃত চাষী দুঃখ ও ক্ষোভের সাথে জানায়, প্রকৃত কৃষক সরকারী প্রনোদনার সার পায় না কিন্তু ভূয়া চাষীরা মাল পেয়ে বিক্রি করে দেয়।

Check Also

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

ইসরাইলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার একযোগে এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x