Saturday , 20 April 2024
শিরোনাম

চাঁদপুরের মতলবে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলার মতলব উত্তরে অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাইকার মোহাম্মদ হোসেন (২২) এবং আরোহী সালাহ উদ্দিন (২১) নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ভাটি রসুলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন দক্ষিণ টরকী গ্রামের রস্তম আলীর ছেলে এবং সালাউদ্দিন একই গ্রামের মহসিন মিয়ার ছেলে। তারা দুজনেই উচ্চ মাধ্যমিকের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি সাহেব বাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিল। মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ভাটি রসুলপুর নামক স্থানে গেলে একটি কুকুর সামনে পড়ে। কুকুর থেকে বাঁচার চেষ্টা করার সময় অপরদিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা বাইকার ও আরোহী রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন বলেন, তারা দুজন একই গ্রামের। এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা নিহতদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিউদ্দিন আহমেদ জানান, সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ভাটি রসুলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মৃতদেহ তারা নিজ-নিজ বাড়িতে নিয়ে গেছে। আমাদের থানায় এখনো কোন অভিযোগ আসেনি।বাসস

Check Also

ওমরাহ থেকে ফেরার সময় নির্ধারণ করে দিল সৌদি আরব

হজ শুরুর আগে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x