ঢাকা , রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় মেয়াদেও বিসিডিএস আলফাডাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মোঃ হারুনুর রশীদ তারেক জিয়ার ৩১দফা বাস্তবায়ন করতে হলে এদেশে আমাদের ভোটারদের কাছে যেতে হবে: তারুণ্যের সমাবেশে আলহাজ্ব এম এ হান্নান আড়াইহাজারে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩০ চাঁদপুরে ২১ তম ডিসি গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন ঢাকা বিমানবন্দরে আগুন: উদ্ধার কাজে বিমান নৌ সেনাবাহিনী বিজিবি ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সন্দেহ নেই : ইসি আনোয়ারুল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন এমপিওভুক্ত শিক্ষকদের ‘কালো পতাকা মিছিল’ জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা জাবির দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চাঁদপুরে ২১ তম ডিসি গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

লুৎফুর রহমান রিপন

চাঁদপুর ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর সফল সমাপ্তি হয়েছে।

শনিবার ১৮ অক্টোবর বিকাল ৩ টায় চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা এবং ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।

বিপুল দর্শক উপস্থিতিতে এই ফাইনাল খেলায় ট্রাইবেকারে ফরিদগঞ্জ উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মতলব উত্তর উপজেলা। খেলার নির্ধারিত সময় গোল শূন্যভাবে শেষ হয়। ফলে ফলাফল নির্ধারনে ট্রাইবেকারে নিষ্পত্তি হয়।

ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন মতলব উত্তর উপজেলার মো: সাকিব হোসেন। ২ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফরিদগঞ্জ উপজেলার তরিকুল ইসলাম। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন মতলব উত্তর উপজেলার মো: ওমর সানি মুন্সী।

বর্ণিল আয়োজনের মাধ্যমে সমাপ্তি ঘটে চাঁদপুর জেলার ৮ উপজেলা নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টটির। ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন টিম, রানারআপ টিম এর সকল সদস্যদের মাঝে মেডেল, ট্রফি এবং অন্যান্য পুরষ্কার তুলে দেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন টিমকে ২০,০০০ টাকা; রানারআপ টিমকে ১৫,০০০ টাকা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে ৫,০০০ টাকা করে দেয়া হয়।

এসময় টুর্নামেন্ট কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন। মতলব উত্তর ডঃ মোহাম্মদ জালাল উদ্দীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, জেলা জামাতের আমীর বিল্লাল হোসেন মিয়াজীসহ মতলব উত্তর ও ফরিদগঞ্জ ইউএনও এবং ক্রীড়া সংশ্লিষ্ট অংশীজনরাও উপস্থিত ছিলেন।

দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে খেলোয়াড়দের পায়ের জাদুতে মুগ্ধ হয়েছেন হাজার দশেক মানুষ। সফল টুর্নামেন্ট আয়োজন শেষে জেলা প্রশাসক দায়িত্বপালনকারী সকল মানুষ, গণমাধ্যমকর্মী, দর্শকসহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ২০২৫ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত ৮ টি উপজেলা দল নিয়ে এবার মাঠে গড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ২১তম আসর। ১৯৮৪ সালে শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ এর সর্বশেষ টুর্নামেন্ট হয়েছিলো ২০২৩ সালে। এক বছর বিরতির পর আবারও চাঁদপুর জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয় এই জেলার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টটি।

চাঁদপুর জেলার স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য শুধু স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দল গঠন করা বাধ্যতামূলক করা হয় এ টুর্নামেন্টে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
৫১৫ Time View

চাঁদপুরে ২১ তম ডিসি গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আপডেটের সময় : ০২:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

চাঁদপুর ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর সফল সমাপ্তি হয়েছে।

শনিবার ১৮ অক্টোবর বিকাল ৩ টায় চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা এবং ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।

বিপুল দর্শক উপস্থিতিতে এই ফাইনাল খেলায় ট্রাইবেকারে ফরিদগঞ্জ উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মতলব উত্তর উপজেলা। খেলার নির্ধারিত সময় গোল শূন্যভাবে শেষ হয়। ফলে ফলাফল নির্ধারনে ট্রাইবেকারে নিষ্পত্তি হয়।

ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন মতলব উত্তর উপজেলার মো: সাকিব হোসেন। ২ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফরিদগঞ্জ উপজেলার তরিকুল ইসলাম। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন মতলব উত্তর উপজেলার মো: ওমর সানি মুন্সী।

বর্ণিল আয়োজনের মাধ্যমে সমাপ্তি ঘটে চাঁদপুর জেলার ৮ উপজেলা নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টটির। ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন টিম, রানারআপ টিম এর সকল সদস্যদের মাঝে মেডেল, ট্রফি এবং অন্যান্য পুরষ্কার তুলে দেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন টিমকে ২০,০০০ টাকা; রানারআপ টিমকে ১৫,০০০ টাকা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে ৫,০০০ টাকা করে দেয়া হয়।

এসময় টুর্নামেন্ট কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন। মতলব উত্তর ডঃ মোহাম্মদ জালাল উদ্দীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, জেলা জামাতের আমীর বিল্লাল হোসেন মিয়াজীসহ মতলব উত্তর ও ফরিদগঞ্জ ইউএনও এবং ক্রীড়া সংশ্লিষ্ট অংশীজনরাও উপস্থিত ছিলেন।

দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে খেলোয়াড়দের পায়ের জাদুতে মুগ্ধ হয়েছেন হাজার দশেক মানুষ। সফল টুর্নামেন্ট আয়োজন শেষে জেলা প্রশাসক দায়িত্বপালনকারী সকল মানুষ, গণমাধ্যমকর্মী, দর্শকসহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ২০২৫ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত ৮ টি উপজেলা দল নিয়ে এবার মাঠে গড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ২১তম আসর। ১৯৮৪ সালে শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ এর সর্বশেষ টুর্নামেন্ট হয়েছিলো ২০২৩ সালে। এক বছর বিরতির পর আবারও চাঁদপুর জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয় এই জেলার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টটি।

চাঁদপুর জেলার স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য শুধু স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দল গঠন করা বাধ্যতামূলক করা হয় এ টুর্নামেন্টে।