চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে মেঘনা নদী থেকে ৮০০ লিটার চোরাই ডিজেল তেল ও একটি ট্রলারসহ দুই জনকে আটক করা হয়েছে।
৪ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টায় চাঁদপুরের চর সফরমালি এলাকার মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন ওবায়দুল্লাহ (৪৮) ও সুমন (৩৩)।
জব্দকৃত ৮০০ লিটার ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ৬৭ হাজার ২,শ টাকা।
চাঁদপুর কোস্টগার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা বারোটার দিকে ওবায়দুল্লাহ ও সুমন চাঁদপুরের চর সফরমালি এলাকা থেকে একটি ট্রলারে করে চোরাই তেল গুলো মেঘনা নদী দিয়ে মতলবে নেওয়ার পথে গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড সদস্যরা
অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
এ সময় ট্রলারে থাকা ১৯ টি চোরাই তেলের গ্যালন জব্দ করা হয় এবং তেল বহনকৃত ট্রলার ও তাদের দুজনকে আটক করা হয়। ১৯টি গ্যালনে ৮,শ লিটার ডিজেল তেল রয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেঃ মাশহাদ উদ্দিন নাহিয়ান।