Thursday , 28 March 2024
শিরোনাম

চাঁদপুর জেলা বিএনপির গণ-অবস্থান কর্মসূচি পালিত

মাসুদ রানা।। রাজবন্দীদের মুক্তি, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা বিএনপি। শনিবার (১ এপ্রিল) সকাল ১০টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এই গন-অবস্থান কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। তিনি বলেন, এই সরকারের মুখে গণতন্ত্র, বাস্তবে স্বৈরতন্ত্র। দেশের সাধারণ মানুষ কথা বলতে পারে না, সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিকসহ কেউ রক্ষা পায় না, তারা বুঝে গেছে যে তাদের পায়ের নিচে মাটি নাই। এদেশের জনগণ আর তাদের সাথে নেই, জিন ভুত তাড়ানোর মত করে তাদেরকেও বিদায় করতে হবে। সেজন্য সর্ব পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুতি নিয়ে আগামী দিনে আরো বৃহৎ আন্দোলনের ডাক দিয়ে আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে বিদায় করতে হবে। জনগণকে সাথে নিয়ে দেশকে মুক্ত করতে হবে, এ দেশের মানুষকে মুক্ত করতে হবে। মোস্তাক মিয়া বলেন, এই সরকার জনগণের সরকার নয়, তারা এদেশের মানুষকে ভালোবাসে না। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছে। স্বাধীনতার পর এই আওয়ামী লীগ সরকার দেশকে শাসন করেছে তখনও এ দেশে দুর্ভিক্ষ হয়েছিল, লুটপাট করে এ দেশের সম্পদ বিদেশে পাঠিয়ে দিয়েছিল। সে সরকারি এদেশকে এখন শাসন করছে সুতরাং আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে তৈরি হতে হবে। রাজপথে থেকে সরকারের বিদায় করতে হবে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ন আহবায়ক সলিমুস সালাম সেলিম, এডভোকেট জহির উদ্দিন বাবর, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের বেপারী, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ তাফাজ্জল হোসেন, কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, শ্রমিকদের সভাপতি নজরুল ইসলাম বাদল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী ঢালী, যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, তাঁতি দলের সভাপতি আলী আহমেদ সরকার, ছাত্রদলের সভাপতি ইমান গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী। ক্যাপশন চাঁদপুরে জেলা বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

Check Also

‘চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, `অতিরিক্ত চাঁদাবাজি বাড়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x