দোলন খান: কাতার প্রতিনিধি
কাতারের চাঁদপুর সমিতি দোহা কাতারের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২২ এর গ্রান্ড ফাইনাল৷ গতকাল সোমবার কাতারের রাজধানীর দোহার শালিমার ইস্তাম্বুল পার্টি হল রুমে সংগঠনের সভাপতি মোহাম্মদ মানিক হোসেনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস দোহা কাতারের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ মাহবুবুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দূতাবাসের তৃতীয় সচিব নাসির উদ্দিন, বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, চাঁদপুর সমিতি কাতারের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক জালাল আহমদ সিআইপি,বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটির প্রবীণ নেতা ওমর ফারুক চৌধুরী, চাঁদপুর সমিতি কাতারের উপদেষ্টা ও কাতার বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল মিয়া, চট্টগ্রাম সমিতি দোহা কাতারের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, সংগঠনের উপদেষ্টা ও স্বেচ্ছাসেবক লীগ কাতারের সভাপতি আবুল কাশেম সরকার৷এসময় আরো উপস্থিত ছিলেন,সংগঠনের সাবেক সভাপতি মাহাফুজ আহমদ, সাধারণ সম্পাদক জী এম ওমর শরিফ টিটু৷ ক্রীড়া সম্পাদক শরীয়ত উল্লাহ সবুজ, রাজ রাজিব, শাহজাহান সাজু প্রমপরিচালনা করেন : হাফেজ মাওলানা মাকসুদুল আরিফিন ও সাংগঠনিক সম্পাদক ই এম আকাশ৷ উক্ত অনুষ্ঠানে চাঁদপুর সমিতি দোহা কাতারের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারকমণ্ডলী ছিলেন যারা :
১\শায়খ ফয়সাল বিন মুজিবুর রহমান।
২\শায়েখ নূর মোহাম্মদ।
৩\শায়খ হোসাইন আহমেদ।
৪\শায়খ রেজাউল করিম।
কারিগরি এবং সঞ্চালনায় ছিলাম।
১\হাফেজ মাওলানা মাকসুদুল আরিফিন।
২\ফাতিমা খাতুন।