মনির হোসেন ।
শনিবার ভোর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত এই স্নানোৎসব চলছে৷ হাজার হাজার পুণ্যার্থীর পদচারণায় মুখর হয়ে উঠল এই ডাকাতিয়ার কুলেঘেষে তৈরি মহাশশ্মান আঙ্গন৷ সকল ভক্তবৃন্দদের জন্য প্রসাদের বেবস্তা করেন, স্থানিও শিব সংঘ সংগঠন মাঝি বাড়ির ভক্তবৃন্দ, এই সময় উপস্তিত ছিলেন, এ্যাডঃ গোবিন্দ প্রামানিক পরিচালিত, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক- শ্রী বাসুদেব, এবং সদর উপজেলার সাধারন সম্পাদক শ্রী দুলাল দাস, হাজিগঞ্জ উপজেলার সহসভপতি শ্রী পলাশ সরকার সহ অনেকেই।
চাঁদপূর জেলার হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বলাখাল সার্বজনীন মহাশশ্মানে গঙ্গাস্নান (স্নানোৎসব) অনুষ্ঠান বাংলা ৫২নিউজ ঃমনির হোসেন ।শনিবার ভোর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত এই স্নানোৎসব চলছে৷ হাজার হাজার পুণ্যার্থীর পদচারণায় মুখর হয়ে উঠল এই ডাকাতিয়ার কুলেঘেষে তৈরি মহাশশ্মান আঙ্গন৷ সকল ভক্তবৃন্দদের জন্য প্রসাদের বেবস্তা করেন, স্থানিও শিব সংঘ সংগঠন মাঝি বাড়ির ভক্তবৃন্দ, এই সময় উপস্তিত ছিলেন, এ্যাডঃ গোবিন্দ প্রামানিক পরিচালিত, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক- শ্রী বাসুদেব, এবং সদর উপজেলার সাধারন সম্পাদক শ্রী দুলাল দাস, হাজিগঞ্জ উপজেলার সহসভপতি শ্রী পলাশ সরকার সহ অনেকেই।