ইসমাইল হোসেন চাটমোহর(পাবনা)প্রতিনিধিঃ
পাবনা চাটমোহর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড অনুমোদন করা হয়েছে। আজ ২৯ অক্টোবর (শনিবার) চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গাজী এসএম মোজাহারুল হকের সভাপতিত্বে নয় জন সার্চ কমিটির সদস্যদের নেত্রীত্বে মুক্তিযোদ্ধা কমান্ডের অফিস কক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গঠন করা হয়। এবং মোঃ নূরে আলম সিদ্দিকী মঞ্জুকে আহব্বায়ক করে, খন্দকার সামসুল আল-আমিন তিমির কে সদস্য সচিব করে ১১ বিশিষ্ট সন্তান কমান্ড কমিটি গঠন করা হয়।
এ কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সালেহ আহমেদ সবুজ (যুগ্ন আহব্বাযক), আল মামুন, ডেভিড গমেজ, মানিক কস্তা, জাহাঙ্গীর হোসেন, আল আমিন, অনিক, আব্দুল্লাহ আল মামুন।
উক্ত অনুষ্ঠানে মোঃ নূরে আলম সিদ্দিকী মঞ্জু বলেন, মুক্তিযোদ্ধাদের জাতীয়ভাবে স্বীকৃতি,এবং মুক্তিযোদ্ধাদের সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছি।
এ অনুষ্ঠানে খন্দকার সামসুল আল-আমিন বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের উপর অর্পিত যথাযুক্ত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি।