চাদঁপুর ৪ ফরিদগঞ্জ আসনে ১০জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদ পুর ৪ ফরিদগঞ্জ সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী ঐক্য ফ্রন্ট, খেলাফত মজলিশ সহ আজ আনুষ্ঠানিকভাবে ফরিদগঞ্জে ৫ জন, চাদপুরে ৫ জন, প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয় বলে নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে। বিএনপির ধানের শীষের প্রতীকে লায়ন মোঃ হারুনুর রশিদকে চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আলহাজ এম,এ হান্নান চাদঁপুরে মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র থেকে, বিল্লাল হোসেন মিয়াজী জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয় পার্টির মাহমুদ আলম, ইসলামী আন্দোলন মুকবুল হোসেন, ইসলামী ফ্রন্ট আবদুল মালেক বুলবুল, মনির চৌধুরী গনফোরাম, স্বতন্ত্র প্রার্থী হাজী মোজাম্মেল, এ্যাড ভোকেট আব্বাছ উদ্দিন স্বতন্ত্র, জাকির হোসেন স্বতন্ত্র, মনোনয়ন পএ দাখিল করেন। আজ থেকে এ আসনের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
মনোনয়নপত্র দাখিল শেষে এ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন প্রাথীগন, ফরিদগঞ্জকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তাদের নির্বাচনী অঙ্গীকার করেন।


























