হাজী মোঃ সিদ্দিকুর রহমান,
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত গাওয়ার পরই রয়েছে ফিজিক্যাল ট্রেনিং বা শারীরিক প্রশিক্ষণ, যাকে বলে পিটি।
এতে ছাত্রছাত্রীদের নির্ধারিত কিছু শারীরিক বেয়াম হচ্ছে। এমন চিত্র দেখা গেছে বরগুনার বেতাগী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়।
এদিকে ছাত্র ছাত্রীরা বলছেন, প্রতিদিন পিটি হলে শরীরের এক ধরনের ব্যায়াম হয় এবং আমরা অনেক কিছু শিখতে পারি। পিটিতে অংশগ্রহণ করেন চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।
তিনি যত্ন সহকারে ছাত্র ছাত্রীদেরকে পিটি করিয়া আসছে। স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে সব সময় তৎপর রয়েছেন প্রধান শিক্ষক বাবলুর রহমান। শিক্ষার্থীদের সুশিক্ষা দিতে তার আপ্রাণ চেষ্টা চোখে পড়ার মতো।