চাষাঢ়া-পঞ্চবটী-মোক্তারপুর রাস্তার দৃশ্যমান সংস্কার দ্রুত শুরু না হলে লাগাতার আন্দোলন: মাওলানা আবদুল জব্বার
জনদূর্ভোগ লাঘবের লক্ষে চাষাঢ়া-মুক্তারপুর- পঞ্চবটি রাস্তাটি দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পঞ্চবটি মোড়ে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, আমরা মনে করেছিলাম ৫ আগস্ট পরবর্তী সারাদেশে অভূতপূর্ব উন্নয়নের ছোয়া লাগবে। যে উন্নয়ন চাষাড়া-পঞ্চবটি-মুক্তারপুর সড়কে হবে বলে ভেবেছিলাম সেটা এখন দুঃস্বপ্ন হয়ে গেছে। আপনারা সংস্কারের কথা বলছেন কিন্তু আর কতদিন আমাদের চোঁখের সামনে মুলা ঝুলিয়ে সংস্কারের কথা বলবেন! সংস্কারের কথা বলে যেভাবে কালক্ষেপন করা হচ্ছে জাতীয় রাজনীতিতে
ঠিক একইভাবে রাস্তা-ঘাট সংস্কার, আজ করবো কাল করবো বলে বলে নারায়ণগঞ্জ বাসীকে আর কতদিন কষ্টের মধ্যে রাখবেন সেটা আমরা জানতে চাই।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত দিনে উন্নয়নের কথা বলে আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিলো, দেশের টাকা বিদেশে পাচার করেছিলো জনগন আর তেমন উন্নয়নের গল্প শুনতে চায়না।