চিৎমরমে ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান এই শ্লোগান’কে সামনে রেখে রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে শনিবার (২ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলার চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক বিরোধী র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসুইছাইন মারমা সঞ্চালনায়
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিং মং এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,কাপ্তাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান।
এসময় কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী , চিৎমরম ইউপির ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ সিরাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড মেম্বার ক্যপ্রু চৌধুরী , ৩ নং ওয়ার্ড মেম্বার ক্যওসাইন মারমা, চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্লাথোয়াইখই মারমা, চিৎমরম আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।