নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রাক্তন কৃতি শিক্ষার্থী রাজেন্দ্র প্রসাদ চীনের Tongji University তে Environmental Science and Engineering এ CSC Scholarship সহ উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য স্কলারশিপ পেয়েছে। ০৩ সেপেম্বর দুপুরে বাংলাদেশ থেকে রাজেন্দ্র প্রসাহ চীনের উদ্দেশ্যে রওনা দিবেন।
তার এই প্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান জনাব হাসানুল হক ইনু এমপি, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত ড. মোছা. ইসমত আরা খাতুন, কৃষি বিভাগের প্রধান প্রফেসর মো. জাহিদুল আমিন ও বিভাগের শিক্ষকবৃন্দ।
রাজেন্দ্র প্রসাদ রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের
২০১৭ সালের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া গ্রামে।