মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে চুল বড় রাখার কারণে ছাত্রকে বেত্রাঘাতের ঘটনায় শিক্ষককে সময়িক বহিষ্কার করা হয়েছে।
ওই শিক্ষকের নাম আনিস উদ্দিন। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকাল ৯টায় শিক্ষক আনিস উদ্দিন ষষ্ঠ শ্রেণির কয়েকজন ছাত্রকে বেত্রাঘাত করেন। এতে আহত ছাত্র সুলতান মাহমুদ নুরের পিতা আক্তার হোসেন বিদ্যালয় বরাবর লিখিত অভিযোগ করেন। পরে বিকেলে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের জরুরি সভায় অভিযুক্ত শিক্ষক আনিস উদ্দিনকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযুক্ত শিক্ষক আনিস উদ্দিন ষষ্ঠ শ্রেণির ইংরেজি এবং নবম-দশম শ্রেণির ইতিহাস পড়ান। তিনি জানান, অনেক দিন ধরে শিক্ষার্থীদের চুল ছোট করার জন্য বলা হয়েছিল। যারা বড় চুল রেখেছিল তারা কেটে ছোট করেছে। কিন্তু চার শিক্ষার্থী তাদের চুল ছোট করেনি। এই কারণে তাদের বেত্রাঘাত করা হয়েছে। কাজটি ঠিক হয়নি বলে তিনি (ওই শিক্ষক) পরে আহত ছাত্র সুলতান মাহমুদ নুরের বাবা আক্তার হোসেনের কাছে ক্ষমা চেয়েছেন।