ছাত্রশিবিরের আয়োজনে জুলাই স্মৃতি আলোকচিত্র প্রদর্শনী ও ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত জুলাই স্মৃতি আলোকচিত্র প্রদর্শনী ও ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাড়ে সাতটা হতে স্থানীয় প্রতাপনগর শহীদ আনাস বিল্লাহ চত্বর(তালতলা বাজার)।
অভ্যুত্থানের পূর্বাপর’ শীর্ষক জুলাই স্মৃতি আলোকচিত্র প্রদর্শনী ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন হাফেজ ইমাম হোসাইন, প্রধান আলোচক মাওঃ অহিদুজ্জামান, আমির- বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ, প্রতাপনগর ইউনিয়ন শাখা ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মহিবুল্লাহ, সভাপতি- বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির আশাশুনি দক্ষিণ আদর্শ সাথী শাখা। এছাড়াও ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থাপনা করেন ঐতিহ্যবাহী‘‘তরঙ্গ শিল্পীগোষ্ঠর’’।
প্রদর্শনীটিতে যেখানে ৩৬ জুলাই আন্দোলনের ঐতিহাসিক মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি হয়ে ওঠে। এ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে রক্তাক্ত জুলাই আন্দোলন ও শহীদদের আত্মত্যাগের গল্প, গণঅভ্যুত্থানের পরিণতি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছাত্রদের সাহসী সংগ্রাম তুলে ধরা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। প্রদর্শনীতে শহীদ পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন এবং আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তিরাও তাদের গল্প শোনান।