মোঃ সুমন রাজস্থলী রাঙ্গামাটি
রাজস্থলী উপজেলার পার্শ্ববর্তী বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ৫নং ইসলামপুর কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানার আলোচনা সভা এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ জুলাই) সকালে অত্র মাদ্রাসার শ্রেণিকক্ষে ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে এই আলোচনা সভা এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অত্র মাদ্রাসায় বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রত্যেক ছাত্রীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
হাফেজ নাজিম উদ্দীনের সঞ্চালনায় এবং
কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা নাছির উদ্দীন সাহেবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টারের নির্বাহী পরিচালক আলহাজ্ব মাওলানা মীর মোহাম্মদ কাছেম সাহেব।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ নুরুল হক, মুফতি মাওলানা আব্দুল কাদের, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইদ্রিস (সাংবাদিক), মাওলানা নুরুল আমিন, মাওলানা ফরিদ হোসেন, মাওলানা আব্দুল গাফফার, সাংবাদিক হাবীবুল্লাহ মিসবাহ, ইউপি সদস্য বাদশাহ আলমগীর, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, সাহেব আলি খোকা, মজিবর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকসহ ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা ছেলেমেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়ে বিশেষভাবে আলোচনা করেন। বর্তমান আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষাতেও আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতের অন্তর্ভুক্তির কারণে দিনদিন আধুনিক মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। সকল সচেতন অভিভাবকরা এখন আধুনিক মাদ্রাসা শিক্ষার কদর করছেন।