ঢাকার আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের মিশনে অংশ নেয় ১৮ জঙ্গি। তাদের মধ্যে ৬ জন সরাসরি অংশগ্রহণ করে আর বাকিরা আদালত এলাকায় রেকি করে। ছিনতাইয়ের মূল পরিকল্পনায় ছিলেন সংগঠনটির সামরিক শাখার নেতা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলাহাস উদ্দিন আকন্দের করা মামলার সূত্রে এসব তথ্য জানা গেছে।
মামলার এজাহারে বলা হয়, আদালত প্রাঙ্গণে ছিনতাইয়ের নেতৃত্ব দেয় আইমান ও সাব্বিরুল হক চৌধুরী নামে দুই জঙ্গি।
এতে বলা হয়, আনসার আল ইসলামের মোট ১৮ জন জঙ্গি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গতকাল আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের মিশনে অংশ নেয়। সংগঠনটির সামরিক শাখার নেতা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া ওরফে সাগর ওরফে বড় ভাইয়ের পরিকল্পনা ও নির্দেশনায় আইমান ও সাব্বিরুল হক চৌধুরী জঙ্গি ছিনতাইয়ের মিশন বাস্তবায়ন করে।