লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের পলোগ্রান্ড মাঠে জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রাউজানে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। রাউজানের প্রতিটি এলাকায় ব্যানার ফেষ্টুন টাঙ্গানো হয়েছে সড়কের পাশে ও বিভিন্ন ভবনে। সড়কের আইল্যান্ডে খুঁটি দিয়ে টাঙ্গানো হয়েছে ফেষ্টুন। রাউজানের প্রতিটি এলাকার অলি গলিতে মহা সমাবেশের পোষ্টার লাগানো হয়েছে। প্রতিটি এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে। আগামী ৪ ডিসেম্বর রবিবার চট্টগ্রাম নগরীর পলোগ্রান্ড মাঠে আওয়ামী লীগের এই জনসভায় রাউজান থেকে এবি এম ফজলে করিম চৌধুরী এমপি’র নেতৃত্বে ২০ হাজার মানুষ যোগ দেবেন। মহাসমাবেশকে সফল করতে রাউজানের প্রতিটি এলাকায় চলছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রস্তুতি সভা।১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মহাসমাবেশ সফল করতে রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটা, রাউজান ফকির হাট বাজার ও জলিল নগর বাস ষ্টেশন এলাকায় লিফলেট বিতরন করে প্রচার করেছেন রাউজান উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করে সমাবেশ সফল করার আহবান জানান নেতৃবৃন্দরা। রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাহ আলম চৌধুরী, স্বপন দাশ গুপ্ত, বশির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা ইউছুফ খান চৌধুরী, পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, কাউন্সিলর শওকত হাসান চৌধুরী, যুবলীগ নেতা কাজী রাশেদ, আবু ছালেক, সাবের উদ্দিন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, কলেজ ছাত্রলীগ নেতা আরমান সিকদার, ফয়সাল মাহমুদ প্রমুখ।