ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক আপিলে খালাস মাথার চুল কেটে-জুতার মালা পরিয়ে নারীকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৭ দিনের রিমান্ড বৈষম্যবিরোধী ছাত্রনেতা রিয়াদের বাসায় মিলল ২ কোটি ২৫ লাখ টাকার চেক যুদ্ধবিরতি না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য: স্টারমার রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি জুলাই শুধু মুক্তির মাস নয়, এটি আমাদের পুনর্জন্মের সময়: ড. ইউনূস জবানবন্দিতে জুলাই আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন কুষ্টিয়ার খোকসায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ গাছ বিতরণ

জবানবন্দিতে জুলাই আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন

সাংবাদিক

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গত ২৪ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঁচ পৃষ্ঠার একটি বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন তিনি। এতে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়ম, গুম, খুন এবং জুলাই আন্দোলন দমন সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান।

জবানবন্দিতে মামুন বলেন, ১৯ জুলাই থেকে নিয়মিতভাবে রাতের বেলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় বৈঠক হতো। এসব বৈঠকে উপস্থিত থাকতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন সচিব, এনএসআই প্রধান মনিরুল ইসলাম, ডিবির তৎকালীন প্রধান হারুন অর রশীদ, র‌্যাব মহাপরিচালক, আনসার ও ভিডিপির ডিজি এবং এনটিএমসির তৎকালীন প্রধান জিয়াউল আহসান। আন্দোলন দমন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত ও নির্দেশনা এই বৈঠক থেকেই আসতো।

মামুন আরও জানান, কোর কমিটির এক বৈঠকে ছয়জন ছাত্র আন্দোলন সমন্বয়ককে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়। এরপর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে মানসিক নির্যাতন ও চাপ প্রয়োগ করা হয়, যেন আন্দোলন প্রত্যাহারের ঘোষণা গণমাধ্যমে দেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী হারুন অর রশীদকে ‘জনাব’ বলে সম্বোধন করতেন, কারণ তাকে রাজনৈতিক নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর মনে করা হতো।

হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে মামুন বলেন, ‘আন্দোলনকারীদের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি ও নজরদারির জন্য হেলিকপ্টার মোতায়েনের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিকল্পনার নেতৃত্বে ছিলেন র‌্যাবের তৎকালীন ডিজি হারুন অর রশীদ।’

তিনি আরও দাবি করেন, আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রেইড এবং মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত ছিল সরাসরি রাজনৈতিক। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথা জানিয়েছিলেন। মামুন বলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবি প্রধান হারুন অর রশীদ লেথাল উইপন ব্যবহারে অতিউৎসাহী ছিলেন।

জবানবন্দিতে তিনি আরও উল্লেখ করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অনেকেই আন্দোলন দমন করতে মারণাস্ত্র ব্যবহারের পরামর্শ ও উসকানি দিয়েছিলেন।

সরকার পতনের দিন অর্থাৎ ৫ আগস্ট বিকেলে কী করেছিলেন তাও জানান মামুন। বলেন, ওইদিন বিকেলে পুলিশ সদরদপ্তরে একটি হেলিকপ্টার অবতরণ করে। তিনি তাতে করে তেজগাঁও বিমানবন্দরে যান এবং সেখান থেকে সরাসরি সেনানিবাসে আশ্রয় নেন।

জবানবন্দির শেষাংশে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো ও হতাহতের ঘটনায় তিনি অনুতপ্ত ও দুঃখপ্রকাশ করেছেন। ক্ষমাও চেয়েছেন আদালতের কাছে। তবে পুরো জবানবন্দিতে তিনি সরাসরি কোনো হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেননি। শুধু বৈঠকে অংশগ্রহণের কথা বলেছেন।

সম্প্রতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি থেকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। সম্পূর্ণ সত্য বলার শর্তে তার রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করা হয়েছে। এখন অপেক্ষা, কখন তিনি আদালতে রাজসাক্ষী হিসেবে আনুষ্ঠানিক জবানবন্দি দেবেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
৫১০ Time View

জবানবন্দিতে জুলাই আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন

আপডেটের সময় : ০৪:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গত ২৪ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঁচ পৃষ্ঠার একটি বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন তিনি। এতে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়ম, গুম, খুন এবং জুলাই আন্দোলন দমন সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান।

জবানবন্দিতে মামুন বলেন, ১৯ জুলাই থেকে নিয়মিতভাবে রাতের বেলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় বৈঠক হতো। এসব বৈঠকে উপস্থিত থাকতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন সচিব, এনএসআই প্রধান মনিরুল ইসলাম, ডিবির তৎকালীন প্রধান হারুন অর রশীদ, র‌্যাব মহাপরিচালক, আনসার ও ভিডিপির ডিজি এবং এনটিএমসির তৎকালীন প্রধান জিয়াউল আহসান। আন্দোলন দমন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত ও নির্দেশনা এই বৈঠক থেকেই আসতো।

মামুন আরও জানান, কোর কমিটির এক বৈঠকে ছয়জন ছাত্র আন্দোলন সমন্বয়ককে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়। এরপর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে মানসিক নির্যাতন ও চাপ প্রয়োগ করা হয়, যেন আন্দোলন প্রত্যাহারের ঘোষণা গণমাধ্যমে দেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী হারুন অর রশীদকে ‘জনাব’ বলে সম্বোধন করতেন, কারণ তাকে রাজনৈতিক নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর মনে করা হতো।

হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে মামুন বলেন, ‘আন্দোলনকারীদের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি ও নজরদারির জন্য হেলিকপ্টার মোতায়েনের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিকল্পনার নেতৃত্বে ছিলেন র‌্যাবের তৎকালীন ডিজি হারুন অর রশীদ।’

তিনি আরও দাবি করেন, আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রেইড এবং মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত ছিল সরাসরি রাজনৈতিক। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথা জানিয়েছিলেন। মামুন বলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবি প্রধান হারুন অর রশীদ লেথাল উইপন ব্যবহারে অতিউৎসাহী ছিলেন।

জবানবন্দিতে তিনি আরও উল্লেখ করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অনেকেই আন্দোলন দমন করতে মারণাস্ত্র ব্যবহারের পরামর্শ ও উসকানি দিয়েছিলেন।

সরকার পতনের দিন অর্থাৎ ৫ আগস্ট বিকেলে কী করেছিলেন তাও জানান মামুন। বলেন, ওইদিন বিকেলে পুলিশ সদরদপ্তরে একটি হেলিকপ্টার অবতরণ করে। তিনি তাতে করে তেজগাঁও বিমানবন্দরে যান এবং সেখান থেকে সরাসরি সেনানিবাসে আশ্রয় নেন।

জবানবন্দির শেষাংশে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো ও হতাহতের ঘটনায় তিনি অনুতপ্ত ও দুঃখপ্রকাশ করেছেন। ক্ষমাও চেয়েছেন আদালতের কাছে। তবে পুরো জবানবন্দিতে তিনি সরাসরি কোনো হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেননি। শুধু বৈঠকে অংশগ্রহণের কথা বলেছেন।

সম্প্রতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি থেকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। সম্পূর্ণ সত্য বলার শর্তে তার রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করা হয়েছে। এখন অপেক্ষা, কখন তিনি আদালতে রাজসাক্ষী হিসেবে আনুষ্ঠানিক জবানবন্দি দেবেন।