Wednesday , 24 April 2024
শিরোনাম

জবিতে ইউজিসি বঙ্গবন্ধু ফেলোশিপের দরখাস্তের আহ্বান

জবি প্রতিনিধি :

শিক্ষার জন্য অবদানকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রবর্তিত ‘ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ প্রদানের লক্ষ্যে
জবির অধ্যাপক ও অবসরপ্রাপ্ত অধ্যাপকদের নির্ধারিত সময়ের মধ্যেই ফরম পূরণ করার জন্য আহ্বান করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যেসব অধ্যাপক এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক যাদের বয়স ৫০-৭০ এর মধ্যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ এর জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী অধ্যাপকগণকে কমিশনের নির্দিষ্ট ছকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে গবেষণা প্রস্তাব আগামী ২৫ আগস্ট ২০২২ খ্রি. তারিখের মধ্যে অবশ্যই পরিচালক, রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, প্রেরণ করতে হবে।

উল্লেখ্য, ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ এর নীতিমালা, আবেদন ফরম ও তথ্য ইউজিসি ওয়েবসাইট www. ugc.gov. bd-এর স্কলারশিপ বা ফেলোশিপ সেবা বক্সে পাওয়া যাবে।

Check Also

কয়রায় নীতি সমস্যা বিশ্লেষণ ও সমাধান কৌশল বিষয়ক প্রশিক্ষণ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রায় ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি ও উপজেলা ভিত্তিক (সিএসও) নেটওয়ার্ক সদস্যদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x