জবি প্রতিনিধি:-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থায় নেবার সিদ্ধান্ত হয়েছে। এক সপ্তাহের মধ্যে সকল বিভাগ, দপ্তর ও ইনস্টিটিউটে ডিজিটাল হাজিরার জন্য ফিঙ্গারপ্রিন্ট মেশিন লাগানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলকে নির্দেশ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীদের সময়মত অফিসে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ফিংগার প্রিন্ট হাজিরার ব্যবস্থা করা প্রয়োজন। তাই আগামী ৭ দিনের মধ্যে ফিংগার প্রিন্ট হাজিরার জন্য বিশ্ববিদ্যালয়ের আইটি সেলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘জবিতে দেরিতে ঘুম ভাঙে কর্মকর্তাদের!’ সংবাদ প্রকাশিত হয়। এতে অফিস টাইম ৮টা থেকে শুরু হলেও কেউ সকাল ১০ টায়, কেউ ১১ টায়, কেউ তার পরেও আসেন বলে উঠে আসে। এছাড়া বিকেল ৪ টার আগে অনেকে অফিস ছেড়ে চলে যান। এরপর নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই সকলের নির্ধারিত সময়ে হাজিরা নিশ্চিতে ফিংগার প্রিন্ট লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়।