জব্দকৃত ১২০০ কেজি জাটকা দুঃস্থ ও এতিমখানায় বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী একটি বাসে বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক হাজার ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের পুরান মহিপুর টোল সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, সন্দেহজনক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এসব জাটকা ইলিশ উদ্ধার করা হয়। জব্দ জাটকার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। তবে ঘটনাস্থলেই বাসচালক ও হেল্পারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দকৃত জাটকা কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অপু সাহা বলেন, ‘আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই । জাটকা ধরা, বিক্রি বা পরিবহনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ কোস্টগার্ড জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) ধরা, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।
























