জমকালো আয়োজনে বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১ সেপ্টেম্বর সোমবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি ও সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী,কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার,রিটল কান্তি বিশ্বাস, জেলা বিএনপির সদস্য সরওয়ার জামাল,জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম, যুবদল সভাপতি জহির উদ্দিন মাসুম, যুবদলের সাধারণ সম্পাদক মো.আরিফ চৌধুরী,জেলা মৎস্যজীবি দলের সভাপতি মো. আবুল হাসেম,সাধারণ সম্পাদক মো:কামাল হোসেন,জেলা শ্রমিক দলের সভাপতি মো আবু তাহের, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো: আজম, তাঁতীদল সভাপতি শ্যামল তঞ্চঙ্গ্যাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,শহীদ জিয়াউর রহমানের আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি সবসময় দেশের জনগণের কথা বিবেচনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।