Wednesday , 24 April 2024
শিরোনাম

জমি দখল নিয়ে দ্বন্দ্বের জের ধরে হামলা,বাবা ও ছেলে রক্তাক্ত ।

মেহেরপুর প্রতিনিধিঃ-মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে শরিকানা জমি দখল নিয়ে দ্বন্দ্বের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা ও তার ছেলে রক্তাক্ত জখম হয়েছেন। জখমকৃতরা হলেন-কাজীপুর গ্রামের হাজীপাড়ার মৃত হেকমত আলীর ছেলে আবুল কালাম (৫০) ও তার ছেলে সাগর আলী (১৭)। তবে অন্য পক্ষের একই পাড়ার আব্দুল খালেকের স্ত্রী আসমা খাতুন (৪৫) আহত হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। মঙ্গলবার সকালে কাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে,কাজীপুর গ্রামের আব্দুল খালেক শরিকানা সোয়া ১ শতক ও ক্রয়কৃত ২শতক জমি মিলে সোয়া ৩শতক জমিতে বসবাস করার জন্য ঘর নির্মাণ করছেন। শরিকদের কাছ থেকে একদাগে জমি বুঝে ও ক্রয় করে ঘর নির্মাণ করে আসছিলেন খালেক । ইতিমধ্যে ওই দাগের আরো কয়েক শতক জমি অন্যের কাছে গোপনে বিক্রি করেন খালেক। বিক্রি করা জমি ক্রেতাকে বুঝে দেয়ার সময় খালেক এর ভাই আবুল কালাম তাতে বাঁধ সাধে। এসময় খালেক ও তার ছেলে সহ ভাড়াটিয়া লোক দিয়ে কালাম ও তার ছেলে সাগরকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এসময় রক্তাক্ত বাবা-ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত আবুল কালাম জানান,খালেক তার গুন্ডা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিলেন। আমি ও আমার ছেলে কোন রকম প্রাণে বেঁচে গিয়েছি । তিনি আরো জানান,এলাকার কিছু ক্যাডার দ্বারা খালেক জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। প্রতিনিয়ত সে হত্যার হুমকি দিয়ে আসছে। এদিকে, আহত আবুল কালাম মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

Check Also

রাণীশংকৈলে দাবদাহ মোকাবেলায় ব্যবসায়ী-কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় সভা। 

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলমান গ্রীষ্মকালের দাবদাহ মোকাবেলায় স্থানীয় ব্যবসায়ী নেতা, কর্মকর্তা, ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x