ঢাকা , শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শীঘ্রই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা ডিএমএফ’র নবগঠিত কমিটির অভিষেক ও উপদেষ্টা পরিষদ ঘোষণা ইজারা ছাড়াই চলছে দেবিদ্বারের ঐতিহ্যবাহী পোনরা মেলা লক্ষাধিক টাকার রাজস্ব হারাচ্ছে পৌরসভা আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর চাঁদপুর -৪ ফরিদগঞ্জ গুপ্টি ইউনিয়নে দিনব্যাপী চিংড়ি প্রতীকে গণসংযোগ করেন এম এ হান্নান ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ছুটির প্রজ্ঞাপন জারি পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার রাণীশংকৈলে বিএনপির  নির্বাচনী অফিস উদ্বোধন। আজ সাংবাদিক শিহাব আহম্মেদর মায়ের ১১তম মৃত্যু বার্ষিকী সাভারে অটো রিক্সার বেপরোয়া চলাচল

জাতিসংঘের ব্রিফিংয়ে হাদি: হত্যার তদন্ত ও বিচার চাইলেন মহাসচিব

সাংবাদিক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান।

তিনি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের নজরে এসেছে এবং মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

ব্রিফিংয়ে স্টিফেন দুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে মহাসচিব বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় রাখতে উত্তেজনা প্রশমিত করা এবং সহিংসতা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে।

এর আগে ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার কমিশন। সংস্থাটি বাংলাদেশ সরকারকে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানায়। একই সঙ্গে দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক।

জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণ-আন্দোলনের বিশিষ্ট নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মৃত্যুবরণ করেন। বিবৃতিতে মানবাধিকার কমিশনার আরও বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং এতে সবার অধিকার ক্ষুণ্ন হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
৬১৫ Time View

জাতিসংঘের ব্রিফিংয়ে হাদি: হত্যার তদন্ত ও বিচার চাইলেন মহাসচিব

আপডেটের সময় : ০৩:৪৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান।

তিনি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের নজরে এসেছে এবং মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

ব্রিফিংয়ে স্টিফেন দুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে মহাসচিব বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় রাখতে উত্তেজনা প্রশমিত করা এবং সহিংসতা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে।

এর আগে ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার কমিশন। সংস্থাটি বাংলাদেশ সরকারকে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানায়। একই সঙ্গে দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক।

জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণ-আন্দোলনের বিশিষ্ট নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মৃত্যুবরণ করেন। বিবৃতিতে মানবাধিকার কমিশনার আরও বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং এতে সবার অধিকার ক্ষুণ্ন হবে।