Wednesday , 24 April 2024
শিরোনাম

জাতীয় মৎস্য সপ্তাহ শুরু উপলক্ষে রাউজানে সাংবাদিকদের সাথে মতবিনিময়

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

শনিবার (২৩ জুলাই) থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। চলবে ২৯ জুলাই পর্যন্ত।এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, অফিস কর্মকর্তা বোরকান উদ্দিনসহ গণমাধ্যম কর্মীরা। মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা জানায়, ২৩ জুলাই শনিবার থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ নানা কর্মসূচি পালন করা হবে।তিনি আরও জানায়,জাতীয় মৎস্য সপ্তাহ কর্মসূচীর মধ্যে রয়েছে মাইকিং,পোনামাছ অবমুক্তকরণ, র‌্যালি, উদ্বোধনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময়, মঙ্গলবার মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা, মাছচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা,সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ এবং শুক্রবার মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদে অনুষ্ঠিত হবে বলে জানান।

Check Also

র‌্যাবের মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x