মাহমুদুল হক টুটুল,টাঙ্গাইল প্রতিনিধি: সোমবার ০৭/০২/২০২২ খ্রিঃ জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার টাঙ্গাইল মহাদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স, টাঙ্গাইল এ ড্রিলসেডে জানুয়ারি/২০২২ মাসের মাসিক অপরাধ সভা ও কল্যাণ প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় টাঙ্গাইল সদর থানা হতে নিয়মিত মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পোরয়ানা নিষ্পত্তি, বি রোল প্রেরণ এবং প্রসিকিউশন দাখিল করায় জনাব মীর মোশারফ হোসেন অফিসার ইনচার্জ টাঙ্গাইল সদর থানা টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন।
এরূপ ভাল কাজের স্বীকৃতি স্বরূপ মাসিক অপরাধ সভায় সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট প্রদান করেন পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। এ সময় জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।