জাবি প্রতিনিধি-আসিবুল ইসলাম রিফাত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগ ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এর যৌথ উদ্যোগে ‘উপমহাদেশের স্বাধীনতা ও বিভক্তির পঁচাত্তর বছর’ শীর্ষক আলোচনা সভা আয়োজিত হয়।
আজ ২৫ আগস্ট (বৃহ:স্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩১ নং গ্যালারি রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড.নাসরিন সুলতানা’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।
এসময় আলোচক ড. সলিমুল্লাহ খান উপমহাদেশের স্বাধীনতার পঁচাত্তর বছরের এই দীর্ঘ ইতিহাস এবং এসময় ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরেন। তিনি বলেন, “অনেকেই মনে করে জিন্নাহ—গান্ধী বিরোধের কারণে দেশভাগ হয়েছে।আসলে কথাটি পুরোপুরি সঠিক নয়।প্রধানত, রাজনৈতিক দল গঠনের বহু আগেই ভারতবর্ষ ভাগ হয়ে আছে।আর তা হল মানুষের মনের ভাগ। ”
সভা শেষে সমাপনী বক্তব্যে সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক নাসরীন সুলতানা বলেন, ‘আজকের এই আলোচনা সভায় প্রায় প্রতিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সরব উপস্থিতিই প্রমাণ করে আমরা সঠিক ইতিহাস জানতে চাই, শিখতে চাই।’
এছাড়া ও সভায় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দরাও উপস্থিত ছিলেন।