জাবি প্রতিনিধি-আসিবুল ইসলাম রিফাত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের আয়োজনে জোটভুক্ত সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটোরিয়াম) প্রযোজনায় অনুষ্ঠিত হয়েছে নাটক ‘চক্রব্যূহ’। আজ (বুধবার) বিকেল ৫ টায় শহীদ মিনারের পাদদেশে নাটকটি প্রদর্শিত হয়।
বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে নাটকটি প্রদর্শিত হয়েছে। এছাড়া দেশের সমসাময়িক বিভিন্ন ঘটনা, অনিয়ম, দুর্নীতির চিত্র উঠে এসেছে নাটকে। ‘চক্রব্যূহ’ জাবি থিয়েটারের নিজস্ব প্রযোজনা এবং বিভিন্ন সময় তৎকালীন কোন প্রেক্ষাপট তুলে ধরে প্রতিবাদী নাটক এটি।
এর আগে সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাওয়াদুল করিম প্রীতম বলেন, “জোটভুক্ত সংগঠনগুলোর প্রযোজনায় এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। আমরা চাই চলমান ঘটনাবলী সম্পর্কে শিক্ষার্থীরা সচেতন হোক”।