Saturday , 20 April 2024
শিরোনাম

জাবিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

জাবি প্রতিনিধি-আসিবুল ইসলাম রিফার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) লাজফার্মা লিমিটেড, সাভার শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে দিনব্যাপী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় এ ক্যাম্প আয়োজন করা হয়।

জানা যায়, ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ব্লাড প্রেশার, ডায়াবেটিস নির্ণয়, ডেন্টাল সেবা প্রভৃতি মেডিকেল সেবার বুথ স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশন ফর্মের মাধ্যমে নিবন্ধন করে লাইন ধরে সেবা নিচ্ছেন। দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য সকল ফার্মেসী সেবায় তারা ১০% ডিসকাউন্ট দিচ্ছে৷

লাজফার্মা সাভার শাখার পরিচালক ফাহাদ হোসাইন সাংবাদিকদেরকে জানান, ‘ শিক্ষার্থীরা হলে অবস্থান করায় সবসময় ভাল মেডিকেল সার্ভিস পায় না। একাডেমিক ব্যস্ততার বা অর্থনৈতিক কারণে অনেকেরই শারীরিক বিভিন্ন সমস্যা থেকে যায়। ক্যাম্পাসে মেডিকেল সেবা নিতে অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করে না। পাশাপাশি মেডিকেল সেন্টারে কোন ডেন্টাল ইউনিট নেই। তাই দাঁতের যত্নের ব্যাপারে তাদের সচেতন করার জন্য আমরা ডেন্টাল সেবা দেয়ার চেষ্টা করেছি।’

 

তিনি আরো জানান, ভবিষ্যতে চক্ষু শিবির আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের চক্ষু চিকিৎসা সেবা দেয়ার পরিকল্পনাও করছেন তারা।

 

এছাড়া, দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতায় আছে রোটার‍্যাক্ট ক্লাব, জাবি এবং বাঁধন, জাবি জোনের স্বেচ্ছাসেবকরা।

Check Also

ওমরাহ থেকে ফেরার সময় নির্ধারণ করে দিল সৌদি আরব

হজ শুরুর আগে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x