জাবি প্রতিনিধি-আসিবুল ইসলাম রিফাত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৩-২৪ কার্যকরী পরিষদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রেসক্লাব কক্ষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. শাহেদুর রশিদ এবং সহকারী নির্বাচন কমিশনার কামরুল হাসান ও মৃধা মো. শিবলী নোমান তফসিল ঘোষণা করে নির্বাচনী অচরণবিধি সম্পর্কে অবহিত করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার (১৮ জানুয়ারি) সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান করা যাবে। বিকাল পাঁচটায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশিত এবং বৃহষ্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল তিনটা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে।
এসময় আরও বলা হয়, কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থীতা বাতিল করা হবে। আগামী ২২ জানুয়ারি (রবিবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কক্ষে সকাল সাড়ে নয়টায় নির্বাচন শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হবে। পরে বেলা একটায় ফলাফল ঘোষণা করা হবে।
এসময় নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে জাবি প্রেসক্লাব যথাসময়ে নির্বাচন করছে। একটি সংগঠনকে চলমান রাখতে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের বিকল্প নেই। গঠনতন্ত্রের ১৭ ধারা অনুযায়ী এবং সদস্যদের আন্তরিক সহযোগিতায় একটি স্বচ্ছ ও স্বাভাবিক নির্বাচন হবে বলে বিশ্বাস করি।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সদস্যদের ভোটে নির্বাচনের মাধ্যমে এক বছরের জন্য নয় সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করে। এবছর নির্বাচনে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য সচিবের দায়িত্বে আছেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান।