জামায়াতের কর্মীরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না-এডভোকেট মসিউল আলম
১ আগষ্ট (জুমাবার) দুপুর ৩.০০ টায় জেলা শুরা সদস্য ও থানা আমীর আব্দুল কাদের এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আসাদুজ্জামান রাসেল এর সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার থানার উদ্যোগে সাভার রেডিও কলোনি স্কুল মাঠে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মসিউল আলম বলেন, জামায়াতের কর্মীরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কোনো জালেম দীর্ঘস্থায়ী হতে পারে না, এদেশের মানুষের স্বভাবের পরিবর্তন করতে হবে।
প্রধান অতিথি মসিউল আলম আরও বলেন, জামায়াতের কর্মী ইসলামের, কুরআনের কর্মী, সমাজকর্মী, মানবতার কর্মী। দ্বীনের কাজের দাওয়াত জনগণের কাছে পৌঁছাতে হবে, দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে হবে, মালের কুরবানী করতে হবে, দলীয় পরিচয়ে কিছু পাওয়ার আশা ত্যাগ করতে হবে, মনের ক্ষোভ ত্যাগ করতে হবে, সর্বপরি আল্লাহ ছাড়া কাউকে ভয় না করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে আব্দুল কাদের বলেন, ইসলামের আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করবো, ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের আঠার কোটি মানুষের মুক্তি নিশ্চিত করবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, জামায়াতের কর্মীদের জ্ঞান অর্জন করতে হবে, দেশপ্রেমিক হতে হবে, ত্যাগের নজরানা দেখাতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে, জুলাই বিপ্লবকে বুকে ধারণ করে দেশ গড়তে হবে, নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দুর করতে হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা নায়েবে আমীর ও ঢাকা ২০ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুর রউফ বলেন, ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, আল্লাহর আইন বাংলাদেশে প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেন, সাভার উপজেলাকে দুটি আসনে ভাগ করা যৌক্তিক বলে দাবি করেন, বিগত ষোল বছরের নির্যাতনের কারণে ফযাসিবাদের পতন হয়েছে, নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেবে না, দৃশ্যমান সংস্কার করে নির্বাচনের আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ শাহাদাত হোসাইন বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে কুরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র গঠন করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব বলেন, আদর্শিক ও রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে জামায়াতকে নিষিদ্ধ করে তারাই পালিয়ে গেছে, দুর্নীতি, চাঁদাবাজ, গনহত্যার বিরুদ্ধে লড়াই করার আহবান জানান। দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করার আহবান জানান।
এছাড়াও আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, ইমদাদুল হক, ঢাকা ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, ঢাকা জেলা উত্তরের শিবির সভাপতি আবু সুফিয়ান, আশুলিয়া থানা আমীর বশির আহমেদ, সাভার পৌর আমীর আজিজুর রহমান, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম প্রমুখ।
কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, সাভার পৌর নায়েবে আমীর মোঃ মনসুর আলী, সাভার থানার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমসহ জেলা ও থানার বিভিন্ন স্তরের দায়িত্বশীলসহ প্রায় পাঁচ হাজার জনশক্তি উপস্থিত ছিলেন।