বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি হেরে গেছে নীশিত সূর্যের দেশ খ্যাত জাপানের কাছে। কাতার বিশ্বকাপে সৌদি আরবের পর এবার আরেক অঘটনের জন্ম দিলো এশিয়ার এই দেশটি।
বুধবার সন্ধ্যা থেকে কাতার বিশ্বকাপের খলিফা ইন্টারন্যাশনার স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে বড় পর্দায় বিশ্বকাপের এ খেলাটি সরাসরি উপভোগ করে কয়েকশ শিক্ষার্থী।
খেলার শুরুতে ও প্রথমার্ধে জার্মানির গোল করার পর জার্মানি সমর্থকরা বেশ উচ্ছাস প্রকাশ করলেও দ্বিতীয়ার্ধে জাপানের দুই গোল তাদের অনেকটাই দমিয়ে দেয়।
এসময় জাপানের মৌসুমী সমর্থকরা উল্লাসে মেতে ওঠে। যাদের অধিকাংশই ব্রাজিল কিংবা আর্জেন্টিনার সমর্থক।
খেলা শেষে আর্জেন্টিনা ও জাপানের সমর্থক তৌফিক আহমেদ জানান, জাপান আমাদের এশিয়ার দেশ ও বন্ধু রাষ্ট্র। তাদের জয়ে আমরা খুশি। এই জার্মানির কাছে ব্রাজিল ৭ গোল খেয়েছে, সেই জার্মানি আজ জাপানের কাছে হেরে গেলো। বোঝাই যাচ্ছে ব্রাজিলের কি অবস্থা!