Friday , 19 April 2024
শিরোনাম

জিয়াউল হক মাইজভাণ্ডারী’র স্মরণে সূর্যগিরি আশ্রমে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী ও সংবর্ধনা

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) মহান ১০ পৌষ খোশরোজ শরীফের প্রস্তুতি সভা, মওলা হুজুর মাইজভান্ডারীর সূর্যগিরি আশ্রমে আগমন স্মরণে ও সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মানবকল্যাণে সেবা কার্যক্রমের আওতাধীন সংবর্ধনা ও এলাকার অস্বচ্ছল মেধাবী ছাত্রদের শিক্ষা সামগ্রী বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২১ নভেম্বর সোমবার দুপুরে ফটিকছড়ি হাইদচকিয়া মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে সূর্যগিরি আশ্রম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বরণ্য সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যাপক লায়ন ডা. বরুন কুমার আচার্য্যের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান বাবুল। বিশেষ অতিথি মাওলানা সেলিম উদ্দিন। সংবর্ধিত অতিথি ছিলেন এইচ এম জসিম উদ্দিন জিকু, সাংবাদিক শফিউল আলম, আশরুজ্জামান আশরাফ, মোহাম্মদ জসিম উদ্দিন, শেখ মোকসেদুর রহমান দুলাল। পরে মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর সদস্যদের পরিবেশনায় মাইজভাণ্ডারী মরমী সংগীতানুষ্ঠান ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নবাগত সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

Check Also

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

ইসরাইলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার একযোগে এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x