১৬১ কোটি ৫৩ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে বিজিবি।
বুধবার এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জব্দ চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৮ কেজি ৬৭৯ গ্রাম স্বর্ণ, ২৯ কেজি ৭০০ গ্রাম রূপা, ১ লাখ ৩৯ হাজার ৬৩৭টি কসমেটিক্স সামগ্রী, ৩৬ হাজার ৩৫০টি ইমিটেশন গহনা, ১১ হাজার ৪১৫টি শাড়ী, ১ হাজার ৭৭২টি থ্রিপিস, ৫৫৭ ঘনফুট কাঠ, ৮,১৭৩ কেজি চা পাতা, ৩৭,৭৩৭ কেজি কয়লা, ১,০৯৪ কেজি কারেন্ট জাল, ৬টি কষ্টি পাথরের মূর্তি, ১০০ কেজি গ্যামাক্সিন পাউডার, ১২টি ট্রাক, ২টি বাস, ৯টি পিকআপ, ৬টি প্রাইভেটকার, ২০টি সিএনজি এবং ৮৪টি মোটরসাইকেল।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১টি এয়ার পিস্তল, ১টি গান, ৯৫ কেজি সালফার, এবং ৪৩৯ রাউন্ড গুলি। এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া সীমান্তে বিজিবির অভিযানে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৩৫ জন চোরাচালানী গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৬৬ জন বাংলাদেশী নাগরিক, ১৪ জন ভারতীয় নাগরিক এবং ৭৭ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।