ঢাকা , শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার হিন্দু মুসলিম সবাই এক হোন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন– রাণীশংকৈলে মির্জা ফখরুল। সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে রাকসুর ভোট গণনা শেষ হতে ১৫ ঘণ্টা লাগতে পারে: উপাচার্য আরও তীব্র হয়েছে চট্টগ্রামে ইপিজেডের আগুন, আশপাশের ভবন রক্ষার চেষ্টায় ফায়ার সার্ভিস জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ ঐকমত্য কমিশনের ৬ নভেম্বরের মধ্যে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে নিবন্ধনের নির্দেশ সবাইকে জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান খাগড়াছড়িতে নিউমোনিয়া আক্রান্ত হয়ে দুই সপ্তাহে ৪ শিশুর মৃত্যু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাইয়ে স্থাপনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চাইলো প্রসিকিউশন

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ ঐকমত্য কমিশনের

সাংবাদিক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার রাতে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে ঐকমত্য কমিশনের সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কমিশনের পক্ষ থেকে সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিএনপি চেয়ারপারসনের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। তারা কমিশনের সভাপতি ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানান। বুধবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

মনির হায়দার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দেশের বাইরে থাকায় তার আমন্ত্রণপত্র চেয়ারপারসনের একান্ত সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাতে এভারকেয়ার হাসপাতালে যান ঐকমত্য কমিশনের সদস্যরা। খালেদা জিয়া হাসপাতালের বিছানায় শুয়ে আমন্ত্রণপত্র পড়ে দেখেন। এ সময় ড. বদিউল আলম মজুমদার, মনির হায়দার ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সাক্ষাৎ শেষে ড. বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শুক্রবার (আজ) জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দাওয়াত পৌঁছে দিয়েছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টার সালাম পৌঁছে দিয়েছি। আমরা সবাই তার (খালেদা জিয়া) আরোগ্য কামনা করি, তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। তিনিও ড. মুহাম্মদ ইউনূসকে সালাম জানিয়েছেন, সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) অত্যন্ত আনন্দিত হয়েছেন। এটাকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, এটা বাংলাদেশের জন্য একটি বিরাট মাইলফলক। বাংলাদেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ সৃষ্টির ব্যাপারে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মনির হায়দার বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের গণতন্ত্রের একজন অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়ার উপস্থিত এটা খুব স্বাভাবিক একটা ডিমান্ড। তিনি অংশগ্রহণ করুক বা না করুক, তাকে আমন্ত্রণ জানানোর জন্য ড. মুহাম্মদ ইউনূস বিশেষ নির্দেশ দিয়েছেন। বেগম জিয়া ড. ইউনূসের এই যে উদ্যোগ তাতে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, শারীরিকভাবে সুস্থ থাকলে সশরীরে যেতাম। কারণ এরকম একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে উপস্থিত হতে পারাটা একটি সৌভাগ্যের ব্যাপার। তিনি যেহেতু হাসপাতালে, তার পক্ষে হয়তো যাওয়া সম্ভব হবে না। তিনি এর সাফল্য কামনা করেছেন। ব্যক্তিগতভাবে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তার যে সমর্থন এবং দোয়া তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই সংস্কারের সঙ্গে সর্বাÍকভাবে তিনি এবং তার দল আছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
৫১১ Time View

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ ঐকমত্য কমিশনের

আপডেটের সময় : ০৫:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার রাতে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে ঐকমত্য কমিশনের সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কমিশনের পক্ষ থেকে সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিএনপি চেয়ারপারসনের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। তারা কমিশনের সভাপতি ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানান। বুধবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

মনির হায়দার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দেশের বাইরে থাকায় তার আমন্ত্রণপত্র চেয়ারপারসনের একান্ত সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাতে এভারকেয়ার হাসপাতালে যান ঐকমত্য কমিশনের সদস্যরা। খালেদা জিয়া হাসপাতালের বিছানায় শুয়ে আমন্ত্রণপত্র পড়ে দেখেন। এ সময় ড. বদিউল আলম মজুমদার, মনির হায়দার ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সাক্ষাৎ শেষে ড. বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শুক্রবার (আজ) জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দাওয়াত পৌঁছে দিয়েছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টার সালাম পৌঁছে দিয়েছি। আমরা সবাই তার (খালেদা জিয়া) আরোগ্য কামনা করি, তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। তিনিও ড. মুহাম্মদ ইউনূসকে সালাম জানিয়েছেন, সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) অত্যন্ত আনন্দিত হয়েছেন। এটাকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, এটা বাংলাদেশের জন্য একটি বিরাট মাইলফলক। বাংলাদেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ সৃষ্টির ব্যাপারে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মনির হায়দার বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের গণতন্ত্রের একজন অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়ার উপস্থিত এটা খুব স্বাভাবিক একটা ডিমান্ড। তিনি অংশগ্রহণ করুক বা না করুক, তাকে আমন্ত্রণ জানানোর জন্য ড. মুহাম্মদ ইউনূস বিশেষ নির্দেশ দিয়েছেন। বেগম জিয়া ড. ইউনূসের এই যে উদ্যোগ তাতে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, শারীরিকভাবে সুস্থ থাকলে সশরীরে যেতাম। কারণ এরকম একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে উপস্থিত হতে পারাটা একটি সৌভাগ্যের ব্যাপার। তিনি যেহেতু হাসপাতালে, তার পক্ষে হয়তো যাওয়া সম্ভব হবে না। তিনি এর সাফল্য কামনা করেছেন। ব্যক্তিগতভাবে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তার যে সমর্থন এবং দোয়া তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই সংস্কারের সঙ্গে সর্বাÍকভাবে তিনি এবং তার দল আছে।