মোঃ রাজন আহম্মেদ,ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলানা বাড়ির কৃতি সন্তান হাফেজ মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন আমতা ইউনিয়ন বাসীর নয়নের মনি সুযোগ্য স্বনামধন্য চেয়ারম্যান জনাব আরিফ হোসেন।আরো উপস্থিত ছিলেন জনাব শাহজাহান সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
জনাব আরিফ চেয়ারম্যান বলেন বাংলাদেশ সৃষ্টিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান যা বলে শেষ করা যাবে না,তার জন্য আজ আমরা স্বাধীন। শেখ মুজিব ও তাঁর পরিবারের জন্য দোয়া কামনা করি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব নিলুয়ারা জাহান।