জেরুজালেমের আল-আকসা মসজিদে সহিংসতা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জর্ডানের বাদশাহ আবদুল্লাহ।
সোমবার এ দুই নেতা ইসরাইল ও ফিলিস্তিনে সহিংসতা কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলে জানায় হোয়াইট হাউস। খবর আল-আরাবিয়ার।
হোয়াইট হাউসে এক বিবৃতিতে বলা হয়েছে— উত্তেজনা কমাতে সাম্প্রতিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং রমজানের শেষের সপ্তাহটি শান্তিপূর্ণভাবে কাটবে বলে প্রত্যাশা করেছেন বাইডেন। হারাম আল শারিফ বা টেম্পল মাউন্টে স্থিতিশীলতা রক্ষা করার প্রয়োজনীয়তার ওপরেও জোর দেন তিনি। এ ছাড়া জেরুজালেমের মুসলিমদের পবিত্র স্থানগুলোর রক্ষক হিসেবে জর্ডানের ভূমিকাকেও স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউস আরও জানায়, জর্ডানের বাদশাহ ওই অঞ্চলে তার সাম্প্রতিক ব্যস্ততার বিষয়ে জানিয়েছেন। মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি মার্কিন প্রতিশ্রুতির ওপর জোর দেন বাইডেন।
আগামী সপ্তাহে বাদশাহ আবদুল্লাহ ওয়াশিংটন সফর করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে গত বছর, তিনিই প্রথম আরব নেতা যিনি বাইডেনের অধীনে হোয়াইট হাউসে যান।