তারেক রহমানের পরে এবার জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা হারালেন তার স্ত্রী জোবাইদা রহমান।
বুধবার (২ আগস্ট) জোবাইদা রহমানকে দুর্নীতির মামলায় ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর ফলে তিনি জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য হয়ে পড়েছেন।
সংবিধানের অনুচ্ছেদ ৬৬ (২) (ঘ) এর অধীনে: যদি কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন ২ বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তিলাভের পর ৫ বছর অতিবাহিত না হয়, তবে তিনি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না।
বুধবার বিকেলে রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল বলেন, তারেক ও জোবাইদাকে যথাক্রমে ৯ বছর ও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, তারেক ও জোবাইদা ২০০৮ সাল থেকে লন্ডনে রয়েছেন। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য হয়ে পড়েন তারেক রহমান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ আরও ২টি মামলায় তার সাজা হয়েছে। এবার তারেক রহমানের স্ত্রীও দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য হলো।