জিয়াউর রহমান , ঝালকাঠি প্রতিনিধি
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই স্লোগানে ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় ঝালকাঠি পুলিশ লাইনসে অনুষ্ঠানে ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু প্রধান অতিথি ছিলেন।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।
বছরব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিষেশ ভূমিকা রাখায় কমিউনিটি পুলিশের কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ এবং রাজাপুর উপজেলার ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক নাসির উদ্দিন মৃধার হাতে সম্মাননা স্মারক দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এমপি বলেন, আমাদের দেশে পুলিশের অবদান ঐতিহ্যগত। স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত এবং পরবর্তীকালে ঝড়-ঝঞ্জা,দূর্যোগ মোকাবেলায় পুলিশ অত্যান্ত সাহসীকতার পরিচয় দিয়েছে। করোনাসহ দেশে জঙ্গিদমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে এ বর্ষিয়ান নেতা বলেন, এ কারণেই প্রধানমন্ত্রী পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।#