ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন
ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৩ ডিসেম্বর)সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে দুপুর দুইটা পর্যন্ত।ভোটগ্রহণ শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আসিফ ইকবাল মাখন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম লিটন। এছাড়া সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম রবি, সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাদ্দাম হোসেন,দপ্তর সম্পাদক রাজিব হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান লিটন,ক্রীড়া সম্পাদক খাইরুল ইসলাম নিরব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: সোহাগ আলী এবং নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন
আজাদ রহমান,মো: আব্দুল হাই,এম রায়হান,নিজাম জোয়ারদার বাবলু,এম সাইফুল মাবুদ,মিরাজ জামান রাজ,মো: রফিকুল ইসলাম মন্টু।
এতে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন
ঝিনাইদহ জজ কোর্টের আইনজীবী এ্যাড.সুভাষ বিশ্বাস মিলন,এ্যাড. বদিউজ্জামাল বদি এবং এ্যাড.আব্দুল আলিম।
এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে ঝিনাইদহের সকল শ্রেণী পেশার মানুষ।

























