Thursday , 28 March 2024
শিরোনাম

টঙ্গীবাড়ীতে আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ।

মুন্সিগঞ্জ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে আজ মুন্সিগঞ্জসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হলো। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায়ের মধ্যদিয়ে পালন করেছেন তাদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব।

আল্লাহ’র সন্তুষ্টি লাভের আশায় মুন্সিগঞ্জ সহ সারা দেশের ধর্মপ্রাণ লাখো কোটি মানুষ আজ মঙ্গলবার (৩মে) সকালে ভারী বর্ষণকে উপেক্ষা করে ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে সামিয়ানার নিচে  ঈদের নামাজ আদায় করেছেন। সকাল সাড়ে ৮টায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউ‌নিয়ন‌ের বায়হালে ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

মানুষ উৎসব আমেজে সেখানে নামাজ আদায় করেন। নামাজ শেষে উপস্থিত সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বায়হাল ঈদগাহে ঈদের জামাতের ইমামতি করেন মাওলানা হা‌ফেজ মাওলানা আবুল কালাম । নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Check Also

বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন

বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, আলু, চামড়াজাত ও পাটজাত পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বাণিজ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x