টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সরকারি শামসুল হক কলেজের বেদখলকৃত জমি উদ্ধারের দাবিতে আজ (২ ফেব্রুয়ারি) মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে কলেজের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই কর্মসূচিতে অংশ নেন।
এ সময়, শামসুল হক কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এবং কলেজ কর্তৃপক্ষের প্রতিনিধিরা জমি উদ্ধারের গুরুত্ব এবং কলেজের উন্নয়নের লক্ষ্যে তাদের বক্তব্য উপস্থাপন করেন। বক্তারা জানান,শামসুল হক কলেজের নামে ৭৮ শতাংশ জমি রয়েছে, যার মধ্যে ৪ শতাংশ জমি অবৈধভাবে দখল করেছেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ আনোয়ারুল কবীরের স্ত্রী মিনা সুলতানা এবং বাকি ৭৪ শতাংশ জমি দখল করেছেন সাইমুদ্দিন উদ্দিন। বক্তারা এসব জমি দ্রুত উদ্ধার করার দাবি জানান।
বক্তারা আরও জানান, সরকারি জমি উদ্ধারের পর তা কলেজের উন্নয়নে ব্যবহার করা হবে, বিশেষত ছাত্র-ছাত্রীদের জন্য একটি আধুনিক হোস্টেল নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কলেজের অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার্থীদের জন্য আরও সুবিধাজনক পরিবেশ তৈরি হবে, যা শিক্ষা কার্যক্রমে সহায়ক হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা শিগগিরই এই জমি উদ্ধারের মাধ্যমে কলেজের উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, জমি উদ্ধার হলে তা কলেজের স্বার্থে ব্যবহৃত হবে, যা শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের জীবনযাত্রার মানের উন্নতি সাধন করবে।