Wednesday , 24 April 2024
শিরোনাম

টাঙ্গাইলের মধুপুরে তথ্য মেলার উদ্বোধন

মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসকে কেন্দ্র করে ‘তথ্যই শক্তি, জানবো জানাবো-দুর্নীতি রুখবো’ স্লোগানে টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে দিনব্যাপী এ তথ্যমেলা উদ্বোধন হয়। মধুপুর উপজেলা প্রশাসন ও টিআইবি’র সচেতন নাগরিক কমিটি- সনাক’র যৌথ আয়োজনে এ তথ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জাকির হোসেন, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী , মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যামিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চন্নু, টিআইবির সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাহান উল হক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সহ ছাত্রছাত্রীরা উপস্হিত ছিলেন। উক্ত মেলায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের মোট ২৪ টি স্টল অংশ গ্রহন করে।

Check Also

তাপপ্রবাহে বাংলাদেশের শিশুরা রয়েছে ‘অতি উচ্চঝুঁকিতে’

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জানিয়েছেন, তাপপ্রবাহের কারনে বাংলাদেশের শিশুরা স্বাস্থ্যগত উচ্চঝুঁকিতে রয়েছে। বুধবার (২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x